ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সুন্দরগঞ্জে দুটি ট্রাক ভাঙচুর, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সুন্দরগঞ্জে দুটি ট্রাক ভাঙচুর, আহত ২

গাইবান্ধা: হরতালের দ্বিতীয় দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জে পাথরবোঝাই দুটি ট্রাকে ভাঙচুর চালিয়েছে পিকেটাররা। এতে ট্রাক চালক ফারুক মিয়া (৩৮) ও আনিছুর রহমান (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন।

 

সোমবার দুপুরে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের ছাইতানতলা বাজার এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বন্যা পরিবহনের দুটি ট্রাক ঢাকা (মেট্রো-ট-১৮-৪৫৪৩ ও ঢাকা মেট্রো-১৮-৩৭৯৭) লালমনিরহাটের বুড়িমারী থেকে পাথর নিয়ে সুন্দরগঞ্জে যাচ্ছিল। এ সময় বামনডাঙ্গা-সুন্দরগঞ্জ সড়কের ছাইতানতলা বাজার এলাকায় ট্রাক দুটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে হরতাল-অবরোধকারীরা। এতে ট্রাকের চালকসহ ২ জন আহত হন।  

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই পিকেটাররা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।