ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কুড়িগ্রামে পুলিশের ধাওয়ায় ছাত্রদলের মিছিল পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
কুড়িগ্রামে পুলিশের ধাওয়ায় ছাত্রদলের মিছিল পণ্ড

কুড়িগ্রাম: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে তার নিজ জেলা কুড়িগ্রামে ছাত্রদলের ঝটিকা মিছিল ও সমাবেশ পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কালিবাড়ী থেকে ছাত্রদলের ঝটিকা মিছিল বের করে।

মিছিলটি দাদা মোড়ে এসে সমাবেশ শুরু করে। এ সময় পুলিশ ধাওয়‍া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ২ কর্মীকে আটক করেছে পুলিশ। হরতাল ও অবরোধে নাশকত‍ার অভিযোগে সদর উপজেলা থেকে তাদের আটক করা হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) তবারক উল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।