ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার সিলেটে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার সিলেটে সমাবেশ

সিলেট: দেশজুড়ে হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও পুড়িয়ে মানুষ মারার প্রতিবাদে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সিলেটে সমাবেশের ডাক দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড।

সোমবার (০২ ফ্রেবুয়ারি) জেলা ইউনিটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।



মঙ্গলবার সকাল ১০টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, নাট্যকর্মী, নারী ও শিশু-কিশোরসহ সকল শ্রেণিপেশার মানুষকে আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।