জামালপুর: রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’-এ নিহত শিবির নেতা এমদাদুল্লাহ হত্যার প্রতিবাদে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামালপুর জেলা জামায়াত।
সোমবার দুপুরে শহরের বানারীপাড়া ফাজিল মাদ্রাসায় এমদাদুল্লাহ নামাজে জানাজা শেষে হরতালের ঘোষণা দেন জেলা জামায়াতের আমির আ ফ ম নুরুল হক।
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি হারুনুর রশীদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমদাদুল্লাহ জামালপুরের বাসিন্দা। তিনি ঢাকা কলেজের অর্নাস প্রথমবর্ষের ছাত্র ও মিরপুরের শাহ আলী থানার ৯৩নং ওয়ার্ড শিবিরের সভাপতি ছিলেন।
গত শনিবার রাতে ঢাকার রূপনগর বেড়িবাধ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় গাড়ি থেকে পালাতে গিয়ে তিনি নিহত হন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫