ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিক অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) সভাপতি মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। একইসঙ্গে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সম্পাদক মীর আহমেদ মীরু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মুক্তি দাবি করা হয়।
বিবৃতিতে সংগঠনের সভাপতি একেএম মহসীন ও সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, দেশ এখন গভীর রাজনৈতিক সংকট ও ক্রান্তিকাল পার করছে। সমগ্র দেশে আজ এক অরাজকতা, সন্ত্রাস, ক্রসফায়ার, মামলা-হামলা ও গ্রেফতার আতঙ্কে বিভীষিকার সৃষ্টি হয়েছে। ’
তারা বলেন, ‘এই পরিস্থিতিতে রোববার (১ ফেব্রুয়ারি) মিডিয়া ব্যক্তিত্ব, এনটিভির চেয়ারম্যান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ’
বিবৃতিতে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদক অবিলম্বে ফালুর নিঃশর্ত মুক্তি দাবি করে শতাধিক সাংবাদিক-কর্মচারীদের রুটি-রুজির পথ সুগম রাখার আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫