ঝিনাইদহ: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ছাত্রদল ও শিবিরের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০২ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মাসুম, কালীগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক মিলন, ছাত্রদলের সভাপতি রনি আহম্মেদের নাম জানা গেছে।
বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন আজাদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতা দমনে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, হরতাল সমর্থনে শহরের আরাপপুর, মডার্নমোড় ও ওয়াজির আলী স্কুল এলাকায় বিক্ষোভ মিছিলের চেষ্টা করে বিএনপি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫