ঢাকা: রাজনীতির দ্রুত পরিবর্তন ঘটছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে ‘মিজানুর রহমান স্মৃতি পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, এখন আমাদের দেশে বিশ্বাসের রাজনীতির পরিবর্তে কৌশলের রাজনীতির অনুপ্রবেশ ঘটছে। তবে যতোদিন পর্যন্ত বিশ্বাসের রাজনীতি না আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততোদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, জেপি নেতা সাঈদ তারেক, সাদেক সিদ্দিকী, সিরাজ উদ্দিন, সংসদ সদস্য সোহরাব উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় মন্ত্রী মোজাম্মল হক বলেন, এখন হরতাল অবরোধের নামে বাস-ট্রাকে আগুন দেওয়া হচ্ছে। চলছে সহিংসতার রাজনীতি। এটা কোনো আন্দোলন হয়।
তিনি বিরোধী দলকে সহিংসতার রাজনীতি পরিত্যাগ করে শান্তিপূর্ণভাবে আন্দোলনের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আমরা রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করেছি কয়েক’শ কর্মী সমর্থক নিয়ে। পুলিশ মারপিট করেও আমাদের রাস্তা থেকে সরাতে পারেনি। আমাদের আন্দোনে সমর্থন জানিয়েছে বাস-ট্রাক মালিকরাও গাড়ি রাস্তায় নামান নি। দোকান মালিকরাও দোনপাট খোলেন নি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদেক সিদ্দিকী।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫