ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নির্যাতন বন্ধের দাবিতে

বুধ ও বৃহস্পতিবার ঢাবিতে ছাত্রদলের ধর্মঘট

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
বুধ ও বৃহস্পতিবার ঢাবিতে ছাত্রদলের ধর্মঘট

ঢাকা: রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বুধ ও বৃহস্পতিবার (৪ ও ৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মঘট ডেকেছে ছাত্রদল। একইসঙ্গে দাবি আদায়ে ব্যর্থ হলে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠটিতে লাগাতার ধর্মঘট ডাকারও হুঁশিয়ারি দিয়েছে বিএনপির ছাত্রসংগঠনটি।



সোমবার (২ ফেব্রুয়ারি) ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ ঘোষণা দেন।

বিবৃতিতে  ছাত্রদল নেতাদ্বয় বলেন, ছাত্রলীগ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। তাদের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও খুনের ঘটনায় শিক্ষাঙ্গনসহ সরা দেশ এখন মৃত্যুপুরী। বিগত আওয়ামী সরকারের পাঁচ বছর ও ৫ জানুয়ারির তামাশার নির্বাচনে গঠিত অবৈধ সরকারের এক বছরে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই খুন হয়েছে প্রায় ৫০ জনের অধিক মেধাবী ছাত্র। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-বিচ্ছিন্ন ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের তাদের দলীয় কর্মসূচিতে যেতে চাপ প্রয়োগ করছে। তুচ্ছ কারণে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালাচ্ছে। শিক্ষক নিয়োগে মেধাহীন ছাত্রলীগের ক্যাডারদের নিয়োগ দিচ্ছে প্রশাসন।

তারা বলেন, গত ৬ বছর যাবত ছাত্রদলের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে এবং এখনও হচ্ছে। এ সময়ে পাঁচ শতাধিক ছাত্রদল নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে, এর মধ্যে অনেকে পুঙ্গুত্ব বরণ করেছেন। কিন্তু এই নৈরাজ্য আর চলতে দেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবে।

বিবৃতিতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ছাত্রলীগের আজ্ঞাবহ ও তাদের অপকর্মের দোসর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন ছাত্রলীগকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। তিনি সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকত্ব না করে ছাত্রলীগের অভিভাবক হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অবিলম্বে এসব অপকর্ম বন্ধ করুন।

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণে আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে লাগাতার ধর্মঘট দিতে বাধ্য হবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।