ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে অগ্নিদগ্ধদের সহ‍ায়তা করলেন মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
রংপুরে অগ্নিদগ্ধদের সহ‍ায়তা করলেন মেয়র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: হরতাল-অবরোধে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের আর্থিক সহায়তা দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।

সোমবার (০২ জানুয়ারি) বিকেলে তিনি হাসপাতালে দগ্ধদের দেখতে গিয়ে এ সহযোগিতা করেন।


 
এসময় রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, রংপুর সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সেকেন্দার আলী, করপোরেশনের সচিব ফজলুল কবীর, রংপুর মেডিকেল কলেজর অধ্যক্ষ ডা. জাকির হোসেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল কাদের খান, বার্ণ ইউনিটের বিভাগীয়  প্রধান ডা. মারুফুল ইসলাম,স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী লাইজু প্রমুখ উপস্থিত ছিলেন।

‍অগ্নিদগ্ধদের খোঁজ-খবর নেওয়া সহ চিকিৎসাধীন ১০ জনকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন মেয়র।
 
বার্ণ ইউনিট পরিদর্শন শেষে মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু সাংবাদিকদের বলেন, যারা হরতাল অবরোধে পুড়িয়ে মানুষ হত্যা করছে সেইসব বোমাবাজদের সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে।

জন্টু আরো বলেন, দেশের চলমান রাজনৈতিক সমস্যা সংলাপের মাধ্যমে রাজনৈতিকভাবে দু’দলকেই বসে সমাধান করতে হবে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।