ঢাকা: ভোলার চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হোসেনকে হত্যার নিন্দা জানিয়েছে ছাত্রদল। একইসঙ্গে ইংরেজি দৈনিক ‘দ্য নিউ এজ’র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নাজমুল হুদা সুমনকে পুলিশের বেধড়ক পিটুনিরও নিন্দা জানিয়েছে বিএনপির ছাত্রসংগঠনটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেনকে গ্রেফতারেরও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হোসেনকে গত ২৯ জানুয়ারি বাড়ি যাওয়ার পথে আটক করে গোয়েন্দা পুলিশ। সোমবার মিরপুরে তার লাশ পাওয়া যায়।
ছাত্রদল নেতারা বলেন, এই অবৈধ সরকারের নির্দেশে সাধারণ মানুষের উপর দমন-পীড়নে সিদ্ধহস্ত পেটোয়া বাহিনী পুলিশ অনৈতিক নির্দেশ পালনের সুযোগে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা সুশীল সমাজ, বুদ্ধিজীবী আর সংবাদিক কাউকেই তোয়াক্কা করার প্রয়োজনবোধ করছে না। না হলে পুলিশের আইন ভঙ্গ করার ছবি তোলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নিউ এজ’ পত্রিকার প্রতিনিধি নাজমুল হুদা সুমনকে যেভাবে প্রকশ্যে অমানবিকভাবে পেটানো হয়েছে, তা কোনো সভ্য দেশের সভ্য নাগরিকের পক্ষে বরদাশত করা সম্ভব নয়।
বিবৃতিতে অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ, ঢাবি ক্যাম্পাস, পলাশী মোড় ও শান্তিনগরে ছাত্রদলের মিছিলের কথা উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫