ঢাকা: রাজধানীর গুলশান-১ নম্বর ডেসকো অফিসের সামনে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে (ঢাকা মেট্রো ব ১১-৭২১০) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (০২ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ আগুনের দেওয়ার ঘটনা ঘটে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সর্ভিসের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন।
তিনি বলেন, আগুনের খবর শুনে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় রামপুরা-মালিবাড় সড়কের হাজীপাড়া পেট্রোল পাম্পের কাছে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
খবর শুনে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থল এলাকায় তল্লাশি শুরু করেছে।
তবে ঘটনা দুটোয় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫
** শ্রীপুরে ট্রেনের ইঞ্জিনে পেট্রোলবোমা, দগ্ধ ৫
** মিরপুরে বিআরটিসি’র দু’তলা বাসে আগুন