ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে হত্যা মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
সোমবার (২ ফেব্রুয়ারি) দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, সরকার ক্ষমতায় থাকতে কতটা নীচে নামতে পারে এই মামলা তার নিকৃষ্ট উদাহরণ। খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে তার বিরুদ্ধে মামলা দায়ের একেবারেই হাস্যকর।
এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আসামি করা হয়েছে।
ছাত্রদল নেতারা বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে এতটাই মরিয়া হয়ে উঠেছে যে, তারা এ দেশের একজন বিশিষ্ট নাগরিক, দেশ বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদকে পর্যন্ত মামলার আসামি করেছে। এর মাধ্যমে জনগণ বুঝে গেছে, সরকার তাদের হীন স্বার্থ চরিতার্থে প্রশাসন, আইন-আদালত সবকিছুকে নিজের মত ব্যবহার করছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ অবস্থা আর বেশি দিন থাকবে না। কারণ এই অবৈধ সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। ক্ষমতা থেকে তাদের বিতাড়িত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫