ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
নয়াপল্টনে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ

ঢাকা: নয়াপল্টন ভাসানী ভবনের সামনে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্ব‍ৃত্তরা।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দিব‍াগত রাত ৮ট‍া ১০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল দুটির বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এদিকে পল্টন বটতলা গলিতে যাত্রীবাহী বাস লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে করে দুর্বৃত্তরা। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাসটিতে পড়েনি। তবে রাস্তায় আগুন ধরে গেলে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্টন থানার সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বাংলানিউজকে ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ককটেল দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান জাহাঙ্গীর।  

২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি সোমবার ভোর থেকে ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।