লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চালবোঝাই পিকআপভ্যানে দুর্বৃত্তদের হাতবোমা হামলায় গাড়িটি উল্টে গিয়ে চালক ও হেলপারসহ ৩ জন আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লক্ষ্মীপুর পৌর বাঞ্চানগর এলাকার ছাকায়েত আলীর ছেলে পিকআপ চালক মো. কামাল হোসেন (২৮), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা খোরশেদ আলমের ছেলে জুয়েল (২২) ও একই উপজেলার মোস্তফার ছেলে পিকআপের হেলপার মিলন (১৮)।
তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চালক কামালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রাতে বেগমগঞ্জের চৌমুহনী থেকে চাল নিয়ে পিকআপভ্যানটি লক্ষ্মীপুর আসছিল। পথে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের সামনে আসলে দুর্বৃত্তরা হাতবোমা নিক্ষেপ করে। এতে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে ৩ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান হাসপাতালে আহতদের দেখতে যান।
এরআগে বিকেল ৪টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলা হাজিরহাট বাজারের দক্ষিণ পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপভ্যান ভাঙচুর করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫