ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ট্রাকে পেট্রোল বোমা, দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
রাজশাহীতে ট্রাকে পেট্রোল বোমা, দগ্ধ ৩ ছবি : প্রতীকী

রাজশাহী: রাজশাহী নগরীর রাজপাড়া থানার নগরপাড়া ও বোয়ালিয়া থানার ছোট বনগ্রাম বারো রাস্তার মোড় এলাকায় পৃথক দুটি বালুবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন অবরোধ সমর্থকরা।

এতে করে একটি ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন দগ্ধ হয়েছেন।



সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে নগরীর নওদাপাড়া বাইপাস সড়কে (বারো রাস্তার মোড়ে) ও লিলি সিনেমা হলের পাশে এ ঘটনা ঘটে।

দগ্ধদের ঘটনাস্থল থেকে করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে রয়েছেন- ট্রাকচালক রাজশাহীর পবা উপজেলার আলীগঞ্জ এলাকার মনিরুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৪০) ও হেলপার মোল্লাপাড়া এলাকার ইয়াসিন আলীর ছেলে শহীদুল ইসলাম (৩৮)।

অন্যদিকে, বোয়ালিয়ার ছোট বনগ্রাম বারো রাস্তার মোড় এলাকায় ট্রাকচালক পবার মুশরোইল এলাকার ফারুক হোসেন (৪২) দগ্ধ হয়েছেন। ‍

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সিটি বাইপাস এলাকায় বালু নামিয়ে ট্রাকটি ফিরে আসার পথে অবরোধ সমর্থকরা পেট্রোল বোমা ছুড়ে মারেন।

এতে করে ট্রাকমালিক ও চালক সাইদুল ইসলাম ও তার হেলপার (সহকারী চালক) শহীদুল ইসলাম দগ্ধ হন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ছোট বনগ্রাম বারো রাস্তার মোড় এলাকায় আরেকটি বালুবাহী ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারলে দগ্ধ হন চালক ফারুক হোসেন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, ট্রাক দুটি বালু নামিয়ে ফিরছিল। পথে পৃথক জায়গায় ট্রাক দুইটি অবরোধকারীদের পেট্রোল বোমা হামলার শিকার হয়। এতে ট্রাক দুটির চালক ও একটি ট্রাকের হেলপার আহত হয়েছেন। তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট প্রধান ডা. আফরোজা নাজনীন জানান, পেট্রোল বোমা হামলার শিকার দুই ট্রাক চালক ও একজন সহকারী চালকের চিকিৎসা চলছে।

দগ্ধদের মধ্যে সাইদুল ও শহীদুলের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫


** নয়াপল্টনে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ
** গুলশানে বাসে আগুন, হাজীপাড়ায় ৪ ককটেল
** শ্রীপুরে ট্রেনের ইঞ্জিনে পেট্রোলবোমা, দগ্ধ ৫
** মিরপুরে বিআরটিসি’র দু’তলা বাসে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।