আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি ফারুক হাসান অভিকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে আটক অভির পারিবারিক সূত্র জানায়, গতকাল রোববার (০১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ফারুক হাসান অভিকে ধনাইদ এলাকার তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ আটক করে।
ঘটনায় ফারুকের সঙ্গে পরিবারের সদস্যরা রাতে থানায় দেখা করতে চাইলে কত্যর্বরত ডিউটি অফিসার জানান, এ নামে কেউ থানা হাজতে নেই। আটকের পর থেকে ওই পুলিশ কর্মকর্তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায় বলে পরিবারের সদস্যরা জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল আটকের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ফারুক শিবিরের সাবেক থানা সভাপতি ছিল। তার নামে গাড়ি পোড়ানো মামলা রয়েছে। একটি মামলায় অভিযোগ দাখিল রয়েছে।
এদিকে ফারুক হাসান অভিকে থানা থেকে ছাড়িয়ে নিতে আওয়ামী লীগ ও যুব লীগের একাধিক নেতা তদবির করছেন বলেও জানা যায়।
যুবলীগের একটি সূত্র জানায়, ফারুক পূর্বে কি করতেন তা তারা জানেন না। বর্তমানে সে ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫