যশোর: যশোরের মণিরামপুরে মাছবাহী পিকআপভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় চালক লাফিয়ে নেমে পড়েন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। আগুনে গাড়ির কিছু অংশ ও মাছ পুড়ে যায়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির বাংলানিউজকে আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
ট্রাকটিতে আগুন ধরলে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পিকআপের চালক কেশবপুরের মোশারফ হোসেন জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে মাছ বোঝাই করে রংপুরে যাচ্ছিলেন তিনি। পথে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পিকআপ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়। তিনি দ্রুত গাড়ি থামিয়ে লাফিয়ে নিচে নামেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫