ঢাকা: রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ককটেল ছোড়ার সময় হাতে থাকা ককটেল বিস্ফোরিত হলে মাঈনুদ্দিন নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
পরে শিক্ষার্থীরা তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটেছে।
মাঈনুদ্দিনের বাড়ি নোয়াখালী জেলায়। তার বাবার নাম আবুল কাশেম।
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, টিএসসি চত্বরে ককটেল ছোড়ার সময় মাঈনুদ্দিনের হাতেই বিস্ফোরণ ঘটে।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
তবে তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
** মিরপুর বাঙলা কলেজের সামনে বাসে আগুন
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫