ফেনী: ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাঠান নগর এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা এবং হিউম্যান হলারে আগুন দিয়েছে অবরোধকারীরা।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী নিয়ে যাওয়ার সময় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি হিউম্যান হলার থামায় এবং চালক ও যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মুহুর্তের মধ্যে যানবাহন দুটি পুড়ে যায়। খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খাঁন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫