ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা ছুড়ে ৭ জনকে হত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।
হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও ও পেট্রোল বোমায় মানুষ হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ‘শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। ’
শাজাহান খান বলেন, ‘গণ আন্দোলনের কথা বলে খালেদা জিয়া গাড়িতে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে চলেছেন। গত রাতেও কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় ঘটনাস্থলে মারা যান সাত জন। বাকী ১৬ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ সমস্ত দায় খালেদার। তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। ’
খালেদাকে কারারুদ্ধ না করলে ‘দেশের মানুষ ও স্বাধীনতা বাঁচবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়াকে ‘গণ হত্যার নায়িকা’ আখ্যায়িত করে শাহজাহান খান বলেন, ৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে বাঙালি জাতির ওপর গণহত্যা চালিয়েছিল বিএনপি-জামায়াত জোটও তেমনি বাঙালি জাতিসত্ত্বা ও স্বাধীনতাকে ধ্বংস করতে গণহত্যা চালাচ্ছে। আর এ গণহত্যার নায়িকা হচ্ছেন খালেদা।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, খালেদার বিষ দাঁত ভেঙ্গে দেওয়া হবে। এমন কর্মসূচি দেওয়া হবে পালানোর পথ খুঁজে পাবে না।
সমাবেশে অংশ নেন- বিভিন্ন শ্রমিক-পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের সংগঠন। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্ত্বর হয়ে প্রেসক্লাব গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫