ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে শিবিরের সেক্রেটারিসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
চাঁদপুরে শিবিরের সেক্রেটারিসহ গ্রেফতার ৩

চাঁদপুর: চাঁদপুর সদর দক্ষিণ শিবিরের সেক্রেটারিসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নতুনবাজার পুরানবার সেতুর ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতাররা হলেন- আবদুল কাইয়ুম, সেক্রেটারি আবদুল হাই এবং শিবিরকর্মী সফিকুর রহমান। তাদের প্রত্যেকের বাড়ি ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে।

পুলিশ জানায়, চাঁদপুর সদরের ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. মাহাবুব মোল্লা তাদের গ্রেফতার করেন। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।