ঢাকা: রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় মাওয়া-গাজীপুর রুটে চলাচলকারী প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ ঘটনায় আক্তার হোসেন (৫০) নামে বাসের এক যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভোজন কুমার সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রামপুরা থানার অপারেশন অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, বাস থেকে নামার সময় ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুরের ঘটনায় ওই যাত্রী চোখে আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে প্রায় একই সময়ে শাহজাদপুরে একটি ঝটিকা মিছিল বের করে শিবিরকর্মীরা। এসময় মিছিল থেকে তারা কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া সড়কে আগুন ধরিয়ে অবরোধ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫ আপডেট সময়: ০৯১৫ ঘণ্টা