ঢাকা: রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে দুই ব্যক্তি আহত হয়েছেন।
তাদের নাম- মোহাম্মদ আজিজ (৩৫) ও নয়ন (১৬)।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ইসলামবাগ কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্প্লিন্টারের আঘাতে পরিচ্ছন্নকর্মী আজিজ ও দোকান কর্মচারী নয়ন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫