জামালপুর: রাজধানীর মিরপুরে পুলিশের বন্দুকযুদ্ধে শিবির নেতা এমদাদুল্লাহ হত্যার প্রতিবাদে জামালপুরে জামায়াতের ডাকা মঙ্গলবারের (৩ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি।
সকাল থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে জামালপুর।
এ ছাড়া কোনো নেতাকর্মীকেও মাঠে দেখা যায়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে বিজিবির টহল।
এমদাদুল্লাহ জামালপুরের বাসিন্দা। তিনি ঢাকা কলেজের অর্নাস প্রথমবর্ষের ছাত্র ও মিরপুরের শাহ আলী থানার ৯৩ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি ছিলেন।
শনিবার রাতে ঢাকার রূপনগর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় গাড়ি থেকে পালাতে গিয়ে এমদাদুল্লাহ নিহত হন।
এ ঘটনার পর সোমবার দুপুরে শহরের বানারীপাড়া ফাজিল মাদ্রাসায় এমদাদুল্লাহ নামাজে জানাজা শেষে হরতালের ঘোষণা দেন জেলা জামায়াতের আমির আ ফ ম নুরুল হক।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫