ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জামালপুরে জামায়াতের ডাকা হরতালের প্রভাব নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
জামালপুরে জামায়াতের ডাকা হরতালের প্রভাব নেই প্রতীকী

জামালপুর: রাজধানীর মিরপুরে পুলিশের বন্দুকযুদ্ধে শিবির নেতা এমদাদুল্লাহ হত্যার প্রতিবাদে জামালপুরে জামায়াতের ডাকা মঙ্গলবারের (৩ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি।

সকাল থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে জামালপুর।

হরতালের সমর্থনে কোনো ধরনের পিকেটিং লক্ষ্য করা যায়নি।

এ ছাড়া কোনো নেতাকর্মীকেও মাঠে দেখা যায়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে বিজিবির টহল।

এমদাদুল্লাহ জামালপুরের বাসিন্দা। তিনি ঢাকা কলেজের অর্নাস প্রথমবর্ষের ছাত্র ও মিরপুরের শাহ আলী থানার ৯৩ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি ছিলেন।

শনিবার রাতে ঢাকার রূপনগর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় গাড়ি থেকে পালাতে গিয়ে এমদাদুল্লাহ নিহত হন।

এ ঘটনার পর সোমবার দুপুরে শহরের বানারীপাড়া ফাজিল মাদ্রাসায় এমদাদুল্লাহ নামাজে জানাজা শেষে হরতালের ঘোষণা দেন  জেলা জামায়াতের আমির আ ফ ম নুরুল হক।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।