নোয়াখালী: ২০ দলীয় জোটোর ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে নোয়াখালীতে অভিযান চালিয়ে এক ইউপি চেয়ারম্যানসহ বিএনপি ও জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর থেকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো করা হয়।
আটক নেতাকর্মীরা হলেন-বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জামায়াত নেতা আলমগীর হোসেন (৪৫), সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির (২২), একই ইউনিয়নের শিবির কর্মী শাকিল (১৯), মো. রাজু (১৯)। বাকিদের নাম-পরিচয় জানা য়ায়নি।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোনাইমুড়িতে গাড়ি ভাঙচুর করার সময় জয়াগ ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বেগমগঞ্জের আমানউল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা আলমগীর হোসেন অবরোধে গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি।
সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫