ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

‘আমিও ওনার বাসায় ভোট চাইতে যাবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
‘আমিও ওনার বাসায় ভোট চাইতে যাবো’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আমিও ওনার (মির্জা আব্বাস) বাসায় ভোট চাইতে যাবো। শুক্রবার (১৭ এপ্রিল) উনি (মির্জা আব্বাসের স্ত্রী) আমার বাসায় আসেন, বিশ্রাম নেন, নামাজ পড়েন।

আমরা তাকে সাধ্যমতো আপ্যায়ন করেছি। আমরা অতিথিপরায়ণ। আমি ওনাদের এলাকায় গেলে ওনার বাসায় যাবো, ভোট চাইবো।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হাজারীবাগ ঢাউচর বড় মসিজদের সামনে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সাঈদ খোকন।

তিনি বলেন, এর আগে যারা মেয়র ছিলেন তারা মন্ত্রী ছিলেন। একবার আমাকে সুযোগ দিন। নগরবাসীর সেবা করার সুযোগ দিন।

এ সময় ঢাউচর, হাজারীবাগ, ঢাউলাহাট এলাকায় গণসংযোগে ইলিশ প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।
সঙ্গে ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মো. নূরে আলমসহ আরো অনেকে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সাঈদ খোকনের বাসায় যান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

এ সময় সাঈদ খোকন বাসায় না থাকলেও তার চাচা আবদুর রহমান ও চাচী মিসেস রহমান বিএনপির প্রার্থী আব্বাসের স্ত্রী আফরোজাকে যত্ন-আত্তি করেন। মাগরিবের আজান দিলে সেখানেই নামাজ আদায় করেন আফরোজা। নামাজ আদায় শেষে সাঈদ খোকনের চাচা ও চাচীর সঙ্গে কিছুক্ষণ আলাপ করেন আফরোজা আব্বাস। এ সময় তাকে চা-নাস্তা দিয়ে আপ্যায়নও করেন সাঈদ খোকনের স্বজনরা।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী খোকনের বাসা থেকে বের হওয়ার আগে তার চাচা-চাচীসহ ঘরের লোকজনের আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথা জানান আফরোজা। জবাবে আবদুর রহমান ও মিসেস রহমানও মেহমান হওয়ায় আফরোজাকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।