ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৪ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৪ কর্মী আটক ছবি : প্রতীকী

ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহে দুই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের চারজন কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭  এপ্রিল) রাতে জেলার হরিণাকুন্ডু ও কালীগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়।



আটক কর্মীরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মানদিয়া গ্রামের খয়বার হোসেন (৫৫), আবুল বারেক (৬৫), কালাপাহাড়িয়া গ্রামের তজিবর রহমান (৫০) ও কালীগঞ্জ উপজেলার বনক্ষিদ্দা গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে কেরামত আলী (৪২)।

ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। সে সময় কালীগঞ্জ উপজেলা থেকে বিএনপি একজন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে জামায়াতের তিনজন কর্মীকে আটক করা হয়।

আটক কর্মীদের জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।