ঢাকা: ২০ দলের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিতে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মাহী বি. চৌধুরী।
বিষয়টি গর্হিত উল্লেখ করে বলেন, আমি একজন মেয়রপ্রাথী।
শনিবার (১৮ এপ্রিল) সকালে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মাহী আরও বলেন, আমি সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তাবিথ আউয়াল রাজনীতিতে অনভিজ্ঞ হতে পারেন। কিন্তু তার এমন গর্হিত কাজ করার কথা নয়।
তবে কমিটিতে মাহীর নাম অন্তর্ভূক্তি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, জানান মাহী।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমএম/এএ