ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

২৯ প্রতিশ্রুতি নিয়ে আবদুর রহমানের ইশতেহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
২৯ প্রতিশ্রুতি নিয়ে আবদুর রহমানের ইশতেহার ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্নীতির মূলোৎপাটন, যানজট নিরসন, নগর উন্নয়ন বিশেষজ্ঞ কমিটি গঠনসহ ২৯ প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুর রহমান।
 
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আবদুর রহমান।


 
সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মিলিত নগর উন্নয়ন আন্দোলন।
 
‘মেয়র আসে, মেয়র যায়, জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পায়। আসুন সবাই মিলে এর আমূল পরিবর্তন ঘটাই। জনমনে শান্তি ও তাদের মুখে হাসি ফোঁটাই’- স্লোগানকে সামনে রেখে ১৬ পৃষ্ঠার ইশতেহারে তার ২৯টি প্রতিশ্রুতির মধ্যে রয়েছে: শুধু দুর্নীতি দমন নয়,দুর্নীতির মূলোৎপাটন কর্মসূচি গ্রহণ করা,ভেজাল মুক্ত খাদ্য ও ইনসাফ পূর্ণ বাজার নিয়ন্ত্রণ, নগর উন্নয়ন বিশেষজ্ঞ কমিটি গঠন, ইউটিলিটি সার্ভিস তথা নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, জনজীবনকে শঙ্কামুক্ত ও নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ,শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা,নারী জাতির মর্যাদা সমুন্নত করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব প্রদান,গরীব-দুঃখী অসহায় ব্যক্তিদের জন্য বিশেষ ব্যাংক, যানজট নিরসন, সংখ্যালঘুদের সার্বিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠা, সিটি করপোরেশনের স্বার্থ ও আমানত রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান, ব্যবসায়িক কর্মকাণ্ড গতিশীল ও নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ, মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা বাস্তবায়ন, নগরীর জলাবদ্ধতা দূরীকরণ, রিক্সা-ভ্যান-ঠেলাগাড়ির নিবন্ধন ফি মওকুফ, হকারদের জন্য স্থায়ী বরাদ্দ এবং ছিন্নমূল ও ভ্রাম্যমান হকারদের পরিচয়পত্র প্রদান, বিশ্বের বৃহত্তম নর্দমা বুড়িগঙ্গাকে পরিচ্ছন্ন নদীতে পরিণত করণ, পথিক এবং ভ্রাম্যমাণ মানুষের জন্য নতুন ২ হাজার স্যানিটারি টয়লেট নির্মাণ করা, সভা-সমাবেশ করার জন্য ২০টি মাঠ বরাদ্দ, সু-স্বাস্থ্য রক্ষায় সুপেয় পানির প্রয়োজন পূরণে প্রতিটি থানায় ১টি করে গভীর নলকূপ স্থাপন করা, ৩০ ভাগ হোল্ডিং ট্যাক্স কমানো, সি.এন.জি লাইসেন্স ফি অর্ধেক করা, প্রতিটি থানায় ১টি করে খেলার মাঠের ব্যবস্থা করা, ধুলা-ধোঁয়া-মশা-জলাবদ্ধতা ও যানজট নিরসনের লক্ষ্যে টাস্কফোর্স গঠন, সিটি করপোরেশনের আওতায় ছোট-বড় সব রাস্তা-ঘাট পানির লাইন-ক্যাবল লাইন-বৈদুতিক লাইন-সুয়ারেজ লাইন ও আইল্যান্ডগুলোকে আন্তর্জাতিক মান সম্মত করা, ক্ষুদে টোকাইদের জন্য পুনর্বাসনকেন্দ্র নির্মাণ।
 
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আবদুর রহমান ‘‘ফ্লাক্স’’ প্রতীক নিয়ে এবারের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সংগঠনের প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়:১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এলকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।