ঢাকা: সরকারি দল, বিরোধী দল বা বিএনপি- যে দলের সমর্থিত প্রার্থীই হোক না কেন, নির্বাচনে কেউ গণ্ডগোল করলেই ধরা খাবে, বলেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে অংশগ্রহণকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।
কর্নেল জিয়াউল আহসান বলেন, সেনাবাহিনীকে মানুষ নামে ভয় পায়, র্যাবকে কাজে। তাই সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে মন্তব্য করে তিনি বলেন, পরিস্থিতি ভালোই আছে। যারা জ্বালাও-পোড়াও করে, পেট্রোলবোমা নিক্ষেপ করে তাদের নিয়ন্ত্রণ করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনীর পক্ষ থেকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
ইইউডি/আরএম/
** ইসির সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক চলছে