ঢাকা: ২৮ এপ্রিলের সিটি করপোরেশন নির্বাচনের আগে দোকান বরাদ্দ, মসজিদ-মন্দিরে অনুদান, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য উন্নয়নমূলক কাজ বন্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছে বিএনপি।
রোববার (১৯ এপ্রিল) বেলা ১টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান দলটির দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে সমান সুযোগ দিতে হবে। এ ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হলে আমরা মনে করবো, নির্বাচন কমিশন সরকারদলীয় প্রার্থীদের পক্ষে কাজ করছে।
ড. রিপন বলেন, এই সিটি নির্বাচন ফাইনাল খেলা। আর এ খেলায় আওয়ামী লীগ হেরে যাবে বলেই সিটি করপোরেশন এলাকায় তড়িঘড়ি উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সিটি নির্বাচনকে সামনে রেখে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ১০৯ জনকে নিয়োগ দিতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরীর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান রিপন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ব্যারিস্টার হায়দার আলী, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমএম/এসইউ/এএসআর