ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

শ্লীলতাহানিতে জড়িতদের শাস্তি দাবি এমাজউদ্দীনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
শ্লীলতাহানিতে জড়িতদের শাস্তি দাবি এমাজউদ্দীনের ছবি : কাসেম হারুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে শ্লীলতাহানিতে জড়িতদের শাস্তি দাবি করেছেন সাবেক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।  

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।


 
বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে টিএসসি মোড়ে আগত মা-বোন-শিশু-কিশোরদের গণহারে শ্লীলতাহানির সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
 
প্রধান অতিথির বক্তব্যে এমাজউদ্দীন বলেন, সরকারের সহযোগিতা ছাড়া এ ধরনের ঘটনা হতে পারে না। অনেকে বলছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন থেকে মেয়েদের বিরত রাখতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আমি মনে করি এটা অসম্ভব কিছু না। এদের পক্ষে (সরকার) সম্ভব।

তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ অপমান অসহ্য, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মনে হয় এ ধরনের ঘটনা শোনার আগে মৃত্যু হলে ভালো হতো। মৃত্যু হলে হয়তো এ ধরনের ঘটনা শোনার সুযোগ পেতাম না।

তিনি বলেন, যে উদ্দেশ্যেই এ ধরনের ঘটনা ঘটানো হোক না কেন এটা মেনে নেওয়া যায় না।

জড়িতদের শাস্তির দাবি করে এমাজউদ্দিন বলেন, আমি সরকারকে পদত্যাগ করতে বলবো না। তবে তাদের কাছে এই দাবি জানাবো ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হোক।
 
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৯,২০১৫
এলকে/এমআইপি/বিএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।