ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ভুমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা উত্তরের জাসদ সমর্থিত মেয়র প্রার্থী অভিনেতা নাদের চৌধুরী।
তিনি বলেন, ইসি’র কথা ও কাজে কোনো মিল নেই।
রোববার (১৯ এপ্রিল) সকালে মিরপুর বাগবাড়ী এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাদের চৌধুরী বলেন, নির্বাচনী আচারণবিধির ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিলো কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কিন্তু না হেভিওয়েট প্রার্থীরা আচারণবিধি ভঙ্গ করলেও প্রশাসন রয়েছে নিরব। অথচ আমার মোহাম্মদপুর তাজমহল রোডের বাড়িতে ক্যাম্প অফিসে দুইবার ম্যাজিস্ট্রেট এসে পোস্টার লাগানোর দায়ে জরিমানা করলো। কিন্তু এটাতো আমি করতেই পারি। আমার ক্যাম্প অফিসে আমি পোস্টার লাগিয়েছি তাতেই অপরাধ হয়ে গেল?
নাদের চৌধুরী বলেন, আমার বাসায় ঢুকে পোস্টার লাগানোর দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হলো, আমি চাই আচারণবিধি ভঙ্গ করলে সবারই সমান ভাবে দেখা দরকার। ম্যাজিস্ট্রেট নাজমা নাহার আমার কাছে না বলেই আমার বাসায় ঢুকে আমার কর্মীদের সর্তক করে গেছেন। এটা তিনি (ম্যাজিস্ট্রেট) পারেন না। আমি ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তিনি বলেছেন আমি কারো সঙ্গে কথা বলতে পারবো না। এটা কেমন আচারণ?
ময়ূর প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন নাদের চৌধুরী। নির্বাচনে জয়ী হবেন বলেও প্রত্যাশা করেন তিনি। যখন যেখানে যাচ্ছি মানুষের সারা পাচ্ছি। তবে আমার তো বেশি টাকা পয়সা নেই, তাই তাদের সঙ্গে হয়তো প্রচারণায় পাল্লা দিয়ে পারবো না। তবে পরিবেশ স্বাভাবিক থাকলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসএম/বিএস