ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানুষ পুড়িয়ে হত্যা করে, ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটিয়ে কোন হিসেবে ভোট চাচ্ছেন?
রোববার(১৯ এপ্রিল’২০১৫) দুপুরে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রশ্ন তোলেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা সম্পর্কে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংবাদ মাধ্যমে খালেদাকে দেখছি বিভিন্ন দোকানে ও পরিবহন শ্রমিকদের কাছে গিয়ে ভোটের প্রচারণা চালাচ্ছেন।
বিএনপির বিগত হরতাল-অবরোধের কথা তুলে ধরে নাসিম বলেন, আপনি তো কয়েকদিন আগেও দোকানগুলো বন্ধ রেখেছিলেন। বিভিন্ন পরিবহন ও পরিবহন শ্রমিকদের পুড়িয়েছিলেন। আপনি কেমন করে জনগণের কাছে ভোট চাচ্ছেন। এত কিছুর পরেও কী তারা আপনাদের ভোট দেবে?
আন্দোলনের বিষয়ে বিএনপির বর্তমান নীরবতাকে ইঙ্গিত করে নাসিম বলেন, আপনি শান্ত থেকে নির্বাচনে আমাদের সহায়তা করুন। আমরা আপনাদের কাছে এটা আশা করি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এনএইচএফ/এসএন/এনএস