ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

গোসাইরহাটে আ’লীগের দু’পক্ষে সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
গোসাইরহাটে আ’লীগের দু’পক্ষে সংঘর্ষে আহত ১০

শরীয়তপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের গোসাইরহাটে আওয়ামী লীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।


 
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা সদরের গোসাইরহাট বাজারে এ ঘটনা ঘটে।  
 
আহতদের মধ্যে- সাইফুল রাড়ী (৩০), নজরুল ইসলাম রাড়ী (৩০), নিপা আক্তার (৩৫), আবুল কালাম সিকদার (২২), জাহানারা বেগম (২৫), পারভিন আক্তার (২৪),  পৌর কাউন্সিল সালাহ উদ্দিন উকিলের নাম জানা গেছে।
 
আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  
 
ঘটনার পর গোসাইরহাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা সদরে অবস্থিত গোসাইরহাট বাজারের ইজারা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান শাহজাহানের সঙ্গে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিন্টু বেপারির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।  
 
শুক্রবার মিন্টু বেপারির সমর্থক দাসের জঙ্গল গ্রামের আওয়ামী লীগ নেতা হাবিবুর রবমান রাড়ী ও শাহজাহান দেওয়ানের সর্মথক একই গ্রামের বাচ্চু সিকদারের মধ্যে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। এ নিয়ে দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করে।
 
পরে, শাহজাহান দেওয়ান বিষয়টি মিমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। শনিবার রাতে এ বিষয়ে শাহজাহান ও হাবিবুর রহমানের তর্ক হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি যায়। এ সময় হাবিবুর রহমান আহত হন।  
 
এর জের ধরে রোববার সকাল ১০টার দিকে দুই পক্ষের লোকজন বাজারের দুই দিকে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
 
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে রোববার এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া করে।  
 
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি বলে জানান ওসি।  
 
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫      
এমজেড    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।