ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

খেলার মাঠে আনিসুল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
খেলার মাঠে আনিসুল হক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনী প্রচারণার এক ফাঁকে বাংলাদেশ বনাম পাকিস্তানের খে‍লা দেখতে মাঠে উপস্থিত হন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অনিসুল হক।

রোববার (১৯ এপ্রিল)বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যান।

  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রনে তিনি সেখানে যান। এ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য জন্য শুভকামনা করেন।

সেখান থেকে বের হয়ে তিনি মিরপুর-১ নম্বরে এটিএন কমিউনিটি সেন্টারে মোশারফ হোসেনের স্মরণসভায় যোগ দেন। এখান থেকেই তিনি শেষ করবেন  রোববারের নির্বাচনী প্রচারণা।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসএম/এসএন/এএসআর

** ২৫ বছরের সুনাম নষ্ট করব না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।