ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

সাভারে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
সাভারে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: সাভারে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক।



রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১নং ওয়ার্ডের জামশিং এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন সাভার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা মিনা, তার স্ত্রী নার্গিস ও ছেলে অন্তর মোল্লা।

গুলিবিদ্ধদের ও আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই যুবলীগের আহ্বায়ক সেলিম মন্ডলের সঙ্গে যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছিলো।

সেলিম মন্ডল গ্রুপের সদস্য হিসেবে বিএনপি থেকে সদ্য যুবলীগে যোগ দেন পৌর কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা। তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্ব-সংঘাতের জের ধরে যুবলীগ নেতা নজরুলের নেতৃত্বে দেড় থেকে দু’শো নেতাকর্মী একযোগে মিনহাজ উদ্দিনের উপর হামলা চালায়।

এসময় মিনহাজ উদ্দিনের সমর্থকরাও ইট-পাটকেল নিক্ষেপ করলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এছাড়া হামলা ও ভাংচুরের কবলে পড়ে বেশ কয়েকটি ঘরবাড়ি। বন্ধ হয়ে যায় দোকানপাট।

সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার শেখ রাসেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের আটক করতে অভিযান চলছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫/আপডেট: ২০১৯ ঘণ্টা
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।