ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

প্রশাসন বৈরী আচরণ করছে অভিযোগ আফরোজার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
প্রশাসন বৈরী আচরণ করছে অভিযোগ আফরোজার

ঢাকা: প্রশাসনের বিরুদ্ধে বৈরী আচরণের অভিযোগ তুলেছেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

রোববার (১৯ এপ্রিল) ডিএসসিসির ঝিগাতলা, মনেশ্বর রোডের সালেক গার্ডেন সিটি মার্কেট, হাজারীবাগ ও নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ ‍তোলেন তিনি।



আফরোজা আব্বাস বলেন, আমি বুঝতে পারছি না প্রশাসন আমাদের সঙ্গে এরকম বৈরী আচরণ কেন করছে? আমরা নির্বাচনী প্রচারণা ও গণসংযোগসহ নির্বাচনী কার্যক্রমে যথেষ্ট নিয়মতান্ত্রিকতা অনুসরণ করে আসছি, কিন্তু এরপরও আমাদের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় এত বাঁধা দেওয়া হচ্ছে কেন?

তিনি বলেন, নগরবাসী তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে চায়। প্রার্থীরা ঘরে ঘরে ভোট প্রার্থনা করে গণসংযোগ করবে এটাই স্বাভাবিক। ভোট চাওয়ার ক্ষেত্রেই যদি বাধা দেওয়া হয়, তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হবে না- এর নিশ্চয়তা কী? ভোট চাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই- এই নিশ্চয়তা সরকারকে আগে দিতে হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি তুলে তিনি বলেন, নতুবা নগরবাসী শঙ্কিত হবে এই দু’ভাবনায় যে- লেভেল প্লেয়িং ফিল্ড যেখানে তৈরি হয়নি সেখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় কীভাবে?

আফরোজা আব্বাস বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন কিংবা সন্ত্রাসীদের ভয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকলে চলবে না। ভোটকেন্দ্র পরিত্যাগ করা চলবে না।

তিনি আরও বলেন, ভোটাররা কাকে ভোট দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু ভোট দেওয়ার সুযোগ তাদের দিতে হবে। যদি নির্বাচনে কোনো প্রকার অনিয়ম বা প্রভাব খাটানোর তৎপরতা চালানো হয়, তবে নগরবাসীই এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

এসময় তার সঙ্গে বিশিষ্ট সাংবাদিক মফুজুল আমীন, ড্যাব নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. মো. আশফাকুষ রহমান মেলা, আবু সাইদ খান খোকন, জাহাঙ্গীর আলম মিন্টু, ডা. রফিকুল ইসলাম, গীতিকার নাহিদ নজরুল, শ্রমিক দল নেতা বাবুল সরদার, আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, মহিলা দল নেত্রী শাহানা চৌধুরী, ঢাকা দক্ষিণ শ্রমিকদল সভাপতি কাজী আমীর খসরু ছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজার নেতৃত্বে কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মির হোসেন মিরুর নির্বাচনী এলাকা হাজী বশির সর্দার গলি, সবুজবাগ, নবারুন স্কুল গলি, তালতলী গলি, কালা মিয়া সর্দার রোড, কলেজ রোড, মেডিকেল রোড এলাকায় গণসংযোগ করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সহ-সভাপতি মো. ইয়াছিন, দিদার হোসেন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম পাটোয়ারী, হান্নান মজুমদার, মো. আরিফুজ্জামান প্রিন্স, মো. হারুন-উর-রশিদ, মো. ফারনুক হাসান ইকবাল, মনির হোসেন, মো. জাহিদ প্রমুখ।

আর রাজধানীর বিভিন্নস্থানে মির্জা আব্বাসের মগ মার্কার লিফলেট বিতরণ ও তার পক্ষে গণসংযোগ করে যুবদল ঢাকা মহানগর ১০০ জন নেতাকর্মীর সমন্বয়ে গঠিত সাতটি টিম। এতে নেতৃত্ব দেন আর টি মামুন আহমেদ, টিপু তালুকদার প্রমুখ।

হামলা ও লিফলেট ছিনিয়ে নেওয়ার নিন্দা
সকালে মির্জা আব্বাসের মগ প্রতীকের পক্ষে ঝিগাতলায় গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা খায়ের মহিউদ্দিনের উপর ছাত্রলীগের হামলা ও লিফলেট-পোস্টার ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছেন আফরোজা আব্বাস।

একইসঙ্গে শনিবার (১৮ এপ্রিল) রাতে খিলগাঁওয়ের বাগিচা মোড়ে পোস্টার টানানোর সময় মগ প্রতীকের প্রচারকর্মী শরীফুল ইসলাম উজ্জলের উপর হামলা ও তাকে গ্রেফতার এবং ঝিলপাড়ে হুমায়ুন নামে মগ প্রতীকের এক সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনারও নিন্দা জানিয়েছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মির্জা আব্বাসের ইশতেহার ঘোষণা করবেন আফরোজা আব্বাস।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এইচএ/

** মির্জা আব্বাসের ইশতেহার ঘোষণা সোমবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।