ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, আশা তাবিথের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, আশা তাবিথের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখন পর্যন্ত নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মো. তাবিথ আউয়াল। তবে বাকি সময়ের মধ্যে নির্বাচন কমিশন সেই ফিল্ড তৈরি করবেন বলে তিনি আশা করেন।

   

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের তালতলা থেকে গণসংযোগ শুরু করে দুপুরে কাফরুল থানা এলাকায় পৌঁছে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 
তাবিথ আউয়াল বলেন, নির্বাচনের কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, তা আমরা দেখছি না। তবে বাকি সময়ের মধ্যে কর্তৃপক্ষ নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরী করবে বলে আশা করছেন তিনি।
 
এর আগে তিনি তালতলা, কাফরুল, শেওড়াপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠের স্থানীয় নেতাকর্মীরা তাবিথ আউয়ালের গণসংযোগে অংশ নেন।
 
বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে লড়ছেন তাবিথ আউয়াল। অন্যদিকে, আওয়ামী লীগের সমর্থন পেয়ে একই এলাকায় মেয়র পদে রয়েছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হক।
 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আরো বলেন, নির্বাচনের আরো সাত দিন সময় আছে। এ সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহন করবে বলে আমরা আশা করছি।
 
তিনি বলেন, ‘আমার দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন, এ বিষয়ে নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়ে রেখেছি, এরপর আমরা ভালো কিছু একটা দেখতে চাই। ’
 
তাবিথ আউয়াল তার দশম দিনের গণসংযোগের শুরুতে বলেন, আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা সমস্ত প্রচার ও প্রক্রিয়া নির্বাচন আচরণবিধি মেনেই করছি।
 
অন্যদিকে, শনিবার তারপক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রচারণায় যোগ দেওয়াতে নির্বাচনী আচরণবিধির কোনো লংঘন হয়নি বলে জানিয়েছেন তাবিথ।
 
খালেদা জিয়া তাবিথ আউয়ালের জন্য প্রচারণায় নামাতে এ গণসংযোগে নতুন মাত্রা যোগ হয়েছে উল্লেখ করে এ মেয়র প্রার্থী বলেন, এ কারণে মানুষ আরো বেশি করে আমার পাশে দাঁড়াবে।
 
নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ও জনগণের ভোটাধিকার সুরক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
 
খালেদা জিয়া রোববার বিকেলেও উত্তরায় তাবিথ আউয়ালের পক্ষে মানুষের কাছে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। এছাড়া সকাল থেকে উত্তরার বিভিন্ন এলাকায় তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল ছেলের জন্য ভোট চেয়ে গণসংযোগ করেন।
 
দুপুরের পর সন্ধ্যা পর্যন্ত তাবিথ রাজধানীর লালমাটিয়া, মিরপুরের বেনারসী পল্লী, কালসীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। রাত ৯টা পর্যন্ত রোববারের গণসংযোগ চলবে বলে তার প্রচারণা সেল থেকে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
টিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।