ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে রাজধানীর বারিধারায় ভোট চাইছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে তিনি তার গুলশানের বাসা থেকে বেরিয়ে উত্তরার দিকে রওয়ানা হন।
উত্তরার জসিম উদ্দিন মোড়ে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে কালো পতাকা প্রদর্শন করে। খালেদা জিয়ার গাড়িবহর ওই স্থান ছাড়িয়ে আরো সামনের দিকে এগিয়ে যায়।
খালেদার গাড়িবহর গিয়ে থামে উত্তরা মডেল টাউনে এসবি প্লাজার সামনে। সেখানে খালেদা জিয়া গাড়ি থেকে নামলেও স্থানীয় ছাত্রলীগ কর্মীরা তার বহরকে ঘিরে ধরায় তিনি সেখান থেকেও চলে যান।
এ সময় তার সঙ্গের লোকজন মার্কেটের উপরের তলায় তাবিথ আউয়ালের লিফলেট ছুঁড়ে দেন।
সেখান থেকে খালেদা জিয়া যান উত্তরা ৩ নম্বর সেক্টরে। এখানে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে ছাত্রলীগ কর্মীরা পিছু হটে। ফলে খালেদা জিয়া নির্বিঘ্নে প্রচারণা চালানোর সুযোগ পান। নিজ হাতে তিনি তাবিথের লিফলেট তুলে দেন দোকানি, পথচারীদের হাতে।
উত্তরা কসমো মার্কেটের সামনে এলে খালেদা জিয়াকে ঘিরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা পাশাপাশি অবস্থান নিয়ে যার যার প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন।
এরপর নর্থ টাওয়ারে ঢুকে নির্বাচনী প্রচারণা চালান খালেদা জিয়া। কিন্তু তিনি সেখানে ঢোকার পর ছাত্রলীগ নেতাকর্মীরা কালো পতাকা হাতে পাশের আইডিয়াল পোডাক্টসের শোরুমের সামনে অবস্থান নেয়। এর ফলে খালেদা জিয়ার গাড়িবহর সামনে এগুতে না পেরে উল্টো ঘুরে এয়ারপোর্টের দিকে রওয়ানা হয়।
সেখান থেকে বারিধারায় এলাকায় এসে তিনি প্রবেশ করেন যমুনা ফিউচার পার্কে।
** উত্তরায় খালেদা, কালো পতাকা হাতে ছাত্রলীগ
** উত্তরায় ভোট চাইছেন খালেদা
** টানা দ্বিতীয় দিন ভোটের মাঠে খালেদা
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এনএইচএফ/জেডএম/