ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

মেয়র হলে ই-সেবা চালু করবেন ক্বাফী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
মেয়র হলে ই-সেবা চালু করবেন ক্বাফী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হলে নগরবাসীর জন্য ই-সেবা চালু করবেন আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন)।

সিপিবি-বাসদসহ বাম-প্রগতিশীল সমর্থিত ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের’ মেয়র পদপ্রার্থী ক্বাফী নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে এ আশ্বাস দেন।


সোমবার (২০ এপ্রিল) সকালে নাবিস্কো মোড় থেকে প্রচারাভিযান শুরু করেন তিনি। এরপর নাবিস্কো, তেজগাঁও, রেলগেট এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, বর্তমানে ঢাকার মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে নাগরিক সুবিধা নিশ্চিত করবো। তার জন্য সিটি কর্পোরেশনে ‘ই-সেবা’ চালু করা হবে। তাতে নাগিরকদের কষ্ট করে করপোরেশন কার্যালয়ে আসতে হবে না। ঘরে বসেই অনলাইনে ও মোবাইল ফোনেই সেবা পাবেন।
 
ক্বাফী  রতন বলেন, নির্বাচিত হলে সিটি করপোরেশন সপ্তাহে সাত দিন এবং দিনে ২৪ ঘণ্টা ‘কল সেন্টার’ চালু থাকবে। এতে নাগরিকরা যেকোনো সময় তাদের সমস্যা-অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি করপোরেশনের বিভিন্ন সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবেন।
 
তিনি বলেন, সেবাসমূহকে আইভিআর (ইন্টার‌্যাক্টিভ ভয়েস রেসপন্স) এর আওতায় আনা হবে। কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম করতে হবে, যাতে প্রতিদিন ড্যাশবোর্ডে নাগরিকদের সমস্যা-অভিযোগ দেখা যায় এবং সমাধানের অগ্রগতিও বোঝা যায়। নাগরিকরাও তা ট্র্যাক করতে পারবেন।
 
তিনি আরো বলেন, তিনি নির্বাচিত হলে উন্নয়ন কাজ অগ্রসরমান রাখতে ও দুর্নীতিরোধে ই-টেন্ডার চালু এবং  ফ্রি ‘ওয়াইফাই ঢাকা’ চালু করবেন।

এ সময় তিনি উত্তরের ভোটারদের কাছে তার হা‍তি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, হাফিজুল ইসলাম, শ্রমিকনেতা শাহাদাৎ হোসেন, গার্মেন্ট শ্রমিক নেত্রী নাসিমা আক্তার, যুবনেতা শেখ আব্দুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসএম/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।