ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

ফেনীতে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ফেনীতে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ প্রতীকী

ফেনী: ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশি বাধার ঘটনা ঘটেছে। এসময় গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।



সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শহরের এস এস কে সড়কের গ্রিন টাওয়ার বিপণি বিতানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে রাতে মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলটি গ্রিন টাওয়ার প্রদক্ষিণ করার সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও দু’টি ব্যাটারিচালিত টমটমে ভাঙচুর করে। এ সময় অন্তত পাঁচটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায় তারা।

ফেনী শহর পুলিশ ফাঁডির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।