ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

শুধু হামলাই নয়, খালেদাকে গুলিও করা হয়েছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
শুধু হামলাই নয়, খালেদাকে গুলিও করা হয়েছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার গাড়ির কাছ থেকে গুলি করা হয়েছিল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সিএসএফ এর প্রধান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
 
সোমবার (২০ এপ্রিল) রাত ১০টায় টানা তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।


 
তিনি বলেন, গাড়ি বহরে শুধু হামলা নয়, তাকে খুব কাছ থেকে গুলিও করা হয়েছিল। তবে গাড়ি বুলেটপ্রুফ হওয়ায় আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন।
 
সোমবার বিকেল সাড়ে ৪টার পর গুলশানের বাসা থেকে বেরিয়ে গুলশান ২, বনানী, মহাখালী ফার্মগেট হয়ে কারওয়ান বাজারে গেলে খালেদার গাড়িবহরটি হামলার শিকার হয়।
 
তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাই খালেদার গাড়িবহরে হামলা চালিয়েছে।
 
ওই সময় খালেদা জিয়ার গাড়ি বহরে ছিলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুর সাত্তার, সিএসএফ সদস্য ফজলুল করিম, ফারুক হোসেন, এনাম ও বহরের গাড়ি চালক শেখ শাহজাদা সাহেদ।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসজেএ/এসএস

** ভোট চাইতে গিয়ে হামলার কবলে খালেদা
** টানা তৃতীয় দিনে ভোটের মাঠে খালেদা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।