ঢাকা: প্রচারের দ্বাদশ দিনে বাসে বাসে লিফলেট বিলালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। রাজধানীর ব্যস্ত রাস্তার যানজটের সুযোগটিই কাজে লাগিয়ে যাত্রীদের কাছে ভোট চাইলেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) নিজের মার্কা ‘বাস’কে এভাবে গণসংযোগের অধ্যায় করলেন বিএনপি সমর্থিত এ প্রার্থী।
এদিন শেষবেলায় অবশ্য আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার পক্ষে প্রচারে নেমে হামলার শিকার হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই রেশে ঢাকা ও চট্টগ্রাম বাদে দেশব্যাপী হরতালও এসে গেছে।
তাবিথ সকালে কারওয়ান বাজারে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন। দুপুরে কারওয়ান বাজার থেকেই প্রচারণায় নামেন তিনি।
কারওয়ান কাঁচাবাজার থেকে তাবিথ ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেন। এরপর ফার্মগেট-শাহবাগ মূল সড়কের যানজটে দাঁড়িয়ে থাকা বাসে গণসংযোগ করেন তিনি।
কখনও বাসের ভেতরে, কখনও দরজায় দাঁড়িয়ে ‘বাস’ মার্কার লিফলেট ও খোলা চিঠি মানুষের হাতে তুলে দেন।
সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন ২৭ নম্বর ওয়ার্ডের গ্রিন রোড সুপার মার্কেট, পূর্ব রাজাবাজার, ইন্দিরা রোড, তেজগাঁও কলেজ, ফার্মগেট, খামার বাড়ি, শেরেবাংলা নগর, মণিপুরী পাড়া, আওলাদ হোসেন মার্কেট এলাকায়।
২৪ নম্বর ওয়ার্ডের তেজগাঁও রেলগেট বাস স্ট্যান্ড, বিজি প্রেস স্টাফ কোয়াটার দক্ষিণ বেগুনবাড়ি, উত্তর বেগুন বাড়ি, দক্ষিণ কোনিপাড়া, মধ্য কোনিপাড়া, উত্তর কোনিপাড়ায় প্রচার চালান তাবিথ।
এছাড়া ২৫ নম্বর ওয়ার্ডের নাবিস্কো রেলগেট, পূর্ব নাখালপাড়া, পশ্চিম নাখালপাড়া, শাহীনবাগ, আজরতপাড়া, রসুলবাগ এলাকায় গণসংযোগ করেন তিনি।
এরপর কৃষিবিদ ইনস্টিটিউটে অন্য প্রার্থীদের সঙ্গে অপর অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে চলে যান খালেদা জিয়ার খবর নিতে তার গুলশানের বাসায়।
এদিকে তাবিথের পক্ষে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ও গণসংযোগ করে এদিন।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করেন। বিকেল ৩টায় মোহাম্মদপুরের আসাদ গেট থেকে প্রচার অভিযান শুরু হয়। এরপর বিভিন্ন মার্কেট, কাঁচাবাজার, বিআরটিসি মার্কেট, আল্লাহ করিম জামে মসজিদ এলাকা, ধানমন্ডি-২৭ নম্বর, তেজগাঁও কলোনি বাজার এলাকায় গণসংযোগ করেন।
আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদের নেতৃত্বে এ গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।
গণসংযোগের এক পর্যায়ে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া যোগ দেন।
তাবিথের পক্ষে প্রচার চালিয়েছেন তার মা নাসরিন আউয়াল ও বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানও।
সেলিমা ও নাসরিন ট্রাকে চড়ে গণসংযোগ করেন। বেলা ১১টায় পল্লবীর কালশী এলাকা থেকে শুরু করে মিরপুর সাড়ে ১২, রূপনগরসহ বিভিন্ন এলাকায় তাবিথের জন্য ভোট চান তারা।
বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসকেএস/এসএস
** খালেদার সঙ্গে দেখা করলেন তাবিথ