ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

মিরপুরে সাধারণ মানুষের আলিঙ্গনে মাহীর প্রচার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
মিরপুরে সাধারণ মানুষের আলিঙ্গনে মাহীর প্রচার ছবি: ফাইল ফটো

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাহী বি. চৌধুরী মিরপুর ও আশেপাশের এলাকাগুলোতে প্রচার চালিয়েছেন। সাধারণ মানুষকে আলিঙ্গন করে ও পথচারীদের কাছে গিয়ে ‘ঈগল’ প্রতীকে ভোট চান তিনি।


 
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টায় মিরপুর বিআরটিএ অফিসের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন মাহী।

এরপর সেনপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর চৌরঙ্গী মার্কেট হয়ে শাহ আলীর মাজারে আসেন তিনি। সেখানে মাজার জিয়ারত ও জোহরের নামাজ আদায় করে দিনের প্রচার শেষ করেন।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসকেএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।