ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে তিন কারণে হামলা হতে পারে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার (২০ এপ্রিল) রাতে বাংলানিউজকে তিনি এ কথা জানান।
হাছান মাহমুদ বলেন, কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা হয়েছে। বিক্ষুব্ধ জনতা তার উপর হামলা করে থাকতে পারে। কারণ গত তিনমাস ধরে বিএনপি নেত্রী মানুষের উপর হামলা করেছেন। পেট্রোল বোমায় মানুষ মেরেছেন।
অথবা তিনি তাবিথ আউয়ালের পক্ষে মাঠে নেমেছেন। যিনি বিএনপি’র প্রাথমিক সদস্য কি-না সন্দেহ রয়েছে। বিএনপিতে তাবিথের চেয়ে অনেক যোগ্য মেয়রপ্রার্থী ছিলেন। দলীয় কোন্দলের কারণে তাদের লোকেরাও হামলা করে থাকতে পারেন। এছাড়াও বিএনপি’র নিজস্ব পরিকল্পনায় এ হামলা হয়ে থাকতে পারে। যার মধ্য দিয়ে তারা বিশেষ কোনো পরিবেশ তৈরি করতে চান।
সোমবার টানা তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে হামলার কবলে পড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহর। বিকেল সাড়ে ৪টার পর গুলশানের বাসা থেকে বেরিয়ে গুলশান ২, বনানী, মহাখালী ফার্মগেট হয়ে কারওয়ান বাজারে এলে খালেদার গাড়িবহর হামলার শিকার হয়।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) সারাদেশে বিক্ষোভ ও বুধবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে সিটি নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম নগরী বিক্ষোভ ও হরতালের আওতামুক্ত থাকবে।
সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসইউজে/এসএস