ঢাকা: বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের প্রধান কাণ্ডারি আর মুজিবনগর সরকারকে মুক্তিযুদ্ধের কাঠামো বলে দাবি করলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জমান।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও বিজ্ঞানী আল বেরুনী সম্মাননা পদক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানটির আয়োজন করে আল বেরুনী ফাউন্ডেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মেজর জেনারেল (অব.) মোর্শেদ খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ড. মো. মাহমুদুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এএসএস/এসএস