ঢাকা: প্রচারণার দ্বাদশ দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টাইল অনুসরণ করলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রচারণায় অংশ নিয়ে তিনি রাস্তা ঝাড়ু ও রাস্তার আইল্যান্ডে লাগানো গাছের গোড়ায় পানি দিলেন।
মিরপুর পানির ট্যাঙ্কি এলাকায় এসব সামাজিক কাজে অংশ নেন তাবিথ। এর আগে তার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আনিসুল হক ও মাহী বি. চৌধুরীও নির্বাচনী প্রচারণাকালে রাস্তা ঝাড়ু দিয়েছিলেন।
এ সময় তাবিথ স্থানীয় এক স্কুলের সামনে গিয়ে হর্ন বাজাতে যানবাহন চালকদের নিরুৎসাহিত করেন। সবাইকে সামাজিক কাজে অংশ নেওয়ারও অনুরোধ জানান তিনি। স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবী ও দলের নেতাকর্মীরাও এ সময় তার সঙ্গে ছিলেন।
তাবিথ বলেন, আমি আগে থেকেই এসব করি। সামাজিক নানা কাজে আমার অংশগ্রহণ রয়েছে। মেয়র যদি নাও হতে পারি, তবু এসব কাজ চালিয়ে যাবো।
সোমবার (২০ এপ্রিল) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তাবিথ বলেন, এ ঘটনা প্রমাণ করে, বর্তমান সরকারের সময় কেউই নিরাপদ নয়।
এ সময় নির্বাচনী পরিবেশ নষ্ট না করতে তিনি সবার প্রতি আহবান জানান।
নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে তাবিথ বলেন, এখনো তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।
এরপর তিনি স্থানীয় নাগরিকদের কাছে ‘বাস’ প্রতীকে ভোট চান।
এদিকে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টার দিকে তাবিথ ৩০ নম্বর ওয়ার্ডের আদাবর শম্পা মার্কেট থেকে প্রচারণা শুরু করবেন।
দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টায় তিনি শ্যামলী ২ নম্বর রোড থেকে শুরু করে ২৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চালাবেন।
দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত কাজীপাড়া জামে মসজিদ থেকে শুরু করে ১৪ নম্বর ওয়ার্ড ঘুরে ভোট চাইবেন তাবিথ।
বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মিরপুরের ১৩ নম্বর সেকশনের ৪ নম্বর ওয়ার্ড ঘুরবেন তিনি।
এরপর মিরপুরের ১৪ নম্বর সেকশন ডেন্টাল কলেজে (ওয়ার্ড ১৫) গণসংযোগ করবেন তাবিথ আউয়াল।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসকেএস/আরএম/এএসআর