ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির মামলায় জামিন শুনানি পিছিয়ে আগামী ২৭ এপ্রিল পুনর্নির্ধারণ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২১ এপ্রিল) তার আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ দিন পুনর্নির্ধারণ করেন।
আদালতে শুনানি পেছাতে সময়ের আবেদন জানান মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।
১৫ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। এরপর ১৬ এপ্রিল নতুন বেঞ্চে আবেদনটি দাখিল করেন তার আইনজীবীরা।
এদিকে অপর দু’টি নাশকতার মামলায় গত ১৫ এপ্রিল বিভক্ত আদেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ। ফলে তৃতীয় বিচারপতির বেঞ্চে এ বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেফতারের আশঙ্কায় আত্মগোপনেই রয়েছেন বিএনপির সিনিয়র এই নেতা।
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ দুদকের পক্ষ থেকে শাহবাগ থানায় দুর্নীতির মামলাটি দায়ের করা হয়।
অপর দু’টি মামলা বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায় এবং বিস্ফোরক আইনে গত ৪ জানুয়ারি মতিঝিল থানা দায়ের করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এজেডকে/এএসআর