ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

১৪ দলের বৈঠক স্থগিত, আ’লীগে সংবাদ সম্মেলন বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
১৪ দলের বৈঠক স্থগিত, আ’লীগে সংবাদ সম্মেলন বিকেলে

ঢাকা: কেন্দ্রীয় ১৪ দলের বুধবারের (২২ এপ্রিল) বৈঠক স্থগিত করা হয়েছে।  

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে দলটির নেতাদের ও খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলন করবে আওয়ামী লীগ।



আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নেতাদের ও খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করবে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বক্তব্য রাখবেন।

এছাড়া বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসইউজে/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।